logo

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধ করতে পাঞ্জাব পরিষদের অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পি.এম
ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধ করতে পাঞ্জাব পরিষদের অনুমোদন

পাঞ্জাব প্রাদেশিক পরিষদে ইমরান খান ও তার দল পিটিআইকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রস্তাব পাস হয়।প্রস্তাবে সরাসরি ইমরান বা পিটিআইয়ের নাম লেখা না থাকলেও ইঙ্গিত স্পষ্টভাবে তাদের দিকেই।

এটি আসে আইএসপিআরের মহাপরিচালকের সংবাদ সম্মেলনের পর, যেখানে ইমরান খানের ‘সেনাবিরোধী বয়ানকে জাতীয় নিরাপত্তার হুমকি’ বলা হয়।

ক্ষমতাসীন পিএমএলস এন প্রস্তাব উত্থাপন করে, পিটিআই আইনপ্রণেতারা অধিবেশন বয়কট করেন; ট্রেজারি বেঞ্চের ভোটে প্রস্তাব গৃহীত হয়।বিরোধী দল পিটিআই এই বক্তব্যকে ‘হাস্যকর’ বলে নিন্দা জানায় এবং বলে, ইমরান খান জাতীয় নিরাপত্তার হুমকি নন।

প্রস্তাবে বলা হয় যে সব রাজনৈতিক শক্তি ‘শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করে’ তাদের নিষিদ্ধ করা উচিত এবং আইনের আওতায় শাস্তি দেওয়া দরকার।

আগে, ২০২৪ সালের শুরুতেও ফেডারেল সরকার পিটিআই নিষিদ্ধের উদ্যোগ নেয় এবং সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদে মামলা করার সিদ্ধান্ত নেয়, তবে সে নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।

পাকিস্তানে রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনা নতুন নয় সামরিক শাসন ও তথাকথিত গণতান্ত্রিক সময় উভয় পর্বেই এমন নজির রয়েছে।

dainikamarbangla