জীবন নদী
জানে আলম বিদ্যুৎ
বারবার পিছু টানে প্রিয় ভর স্মৃতি!
ভাঙা স্বপ্ন দোলা দেয় ঘুমহীন রাতি।
দুটি চোখ জেগে রয় ভুল আশা করে!
প্রিয় ফুল বহু আগে পড়ে গেছে ঝরে।
মনে রাখা প্রীতি তার মিছে যায় দিন!
কতকাল চলে গেছে বহে সেই ঋণ।
রাত আসে যায় দিন মায়াজালজুড়ে
আমি একা সেই পথে তার স্মৃতি পুড়ে।
সত্য নদী ভরা জলে ব্যথা আর ঢেউ!
হৃদভরা কষ্ট যেন দিয়ে গেছে কেউ!
প্রিয় পথে ভরে আছে কত শত বাধা!
আমি তার কৃষ্ণ হয়ে খুঁজি শুধু রাধা।
স্বপ্ন সব মৃত্যু হয়ে জমা আত্মস্মৃতি।
ভুলো মনে পথ খুঁজে নাহি হয় গতি।

